ডেস্ক নিউজ : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নিঃশর্ত মুক্তি দাবী করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উওর এর যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রবিন।
এক বিবৃতিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাহিরে রেখে আরেকটি নীলকনশার নির্বাচন বাঁধাহীন ভাবে অনুষ্ঠানের অপচেষ্টার অংশ হিসাবে বেগম খালেদা জিয়া বিশেষ আদালতে হাজিরার সময় পুলিশী হামলায় আহত থাকা অবস্থায় আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে মিথ্যা মামলার অজুহাতে গ্রেফতার করা হয়েছে।
যারা জীবন বাজি রেখে রাজপথের আন্দোলনে জনগনকে সাহস যোগায়, সাংগঠনিক দক্ষতার মাধ্যমে খালেদা জিয়ার হাতকে যারা শক্তিশালী করে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু লড়াকু এই সৈনিকদের যতই নির্যাতন ও গ্রেফতার করা হবে, গনতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলন ততই তীব্রতর হবে।
বিবৃতিতে তিনি আরো বলেন, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবী করেন।