আবুধাবী প্রতিনিধিঃ- গত ৩রা জানুয়ারী রোজ রবিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীস্থ সেন্ট মেরিন হোটেলের বল রুমে অনুষ্ঠিত হল আবুধাবী আওয়ামী পেশাজীবি লীগের উদ্দ্যোগে কর্মি সভা | সভায় সভাপতিত্ব করেন আবুধাবী আওয়ামী পেশাজীবি লীগের সম্মানিত আহবায়ক জনাব মোস্তফা জামান |
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুধাবী আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি জনাব শহীদুল্লাহ শহীদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী পেশাজীবি লীগ এর সংগ্রামী সভাপতি জনাব এম ইউনুছ চৌধুরী ইমু, বিশেষ অতিথি ছিলেন আবুধাবী আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আমিন মিয়া, সাধারন সম্পাদক জনাব মাসুদ চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী পেশাজীবি লীগের সাধারন সম্পাদক মির্জা আজিজুল হায়াত ইমাম |
আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তোফায়েল চৌধুরী সেলিম, রেজাউল করিম দিনু, জামাল উদ্দীন, এম নাজিম উদ্দীন, আহমেদ নুর, মুসা আহমেদ প্রমুখ |