তোফায়েল আহমেদ চৌধুরী সেলিমঃ- আবুধাবী আওয়ামী লীগের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে স্থানীয় সেন্ট মেরিন হোটেলের বলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
সংগঠনের সভাপতি জনাব শহিদুল্লাহ শহিদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, বিশেষ অতিথি বাংলাদেশ জনতা ব্যাংকের ব্যবস্হাপক জনাব আবদুর রাজ্জাক মোল্লা, আবুধাবী আওয়ামী লীগের সহ-সভাপতি নুর আলম মানিক, বীরমুক্তিযুদ্ধা আমিন মিয়া, মোহাম্মদ ইমদাত, প্রকৌশলী নজরুল ইসলাম, আবুধাবী যুবলীগের সভাপতি বশির ভূইঞা, আওয়ামী পেশাজীবী লীগের সভাপতি ইউনূস চৌধুরী ইমু, বঙ্গমাতা পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ মন্জু, আওয়ামী পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক মির্জা আজিজুল হায়াত ইমাম। বক্তব্য রাখেন, আবুধাবী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, মোহাম্মদ সামছু উদ্দীন, প্রচার সম্পাদক এম, নাজিম উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ জামশেদ, আবুধাবী আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিস, আহমেদ নুর, মোহাম্মদ স্বপন, বঙ্গমাতা পরিষদ এর সাধারণ সম্পাদক আনিছুর রহমান মন্জু, সহ আরো অনেকে। বক্তরা সবাই, ভাষা শহীদের সৃতিচারন করেন, রাষ্ট্র ভাষা বাংলা অর্জন এর মাধ্যমে আমরা স্বাধীনতা স্বপ্ন দেখি, এবং বাঙালি জাতি সেই থেকে সকল আন্দোলন সংগ্রামে জয়যুক্ত হয়েছে।আগামীতে জননেত্রী শেখ হাসিনার হত কে শক্তিশালী করার লক্ষে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান।