স্পোর্টস ডেক্সঃ- ২০১৫ সালটা দারুণ কাটিয়েছে বাংলাদেশ। দলীয়ভাবে যেমন অনেক সফলতা রয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। তেমনি ব্যক্তিগত অর্জনও কিন্তু কম নয়। গত বছরে দারুণ কাটিয়ে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবপোর্টাল ক্রিকইনফোর বর্ষসেরা ক্রিকেটারের সব মিলিয়ে পাঁচজন বাংলাদেশি মনোনয়ন পেয়েছেন পাঁচটি বিভাগে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বর্ষসেরা অধিনায়কে মনোনয়ন পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা, টেস্ট ব্যাটিংয়ে তামিম ইকবাল, ওয়ানডে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ানডে বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। তবে গত বছরের সেরা উদীয়মান ক্রিকেটারের তালিকাতেও রয়েছেন মুস্তাফিজুর রহমান।
অন্যান্য ক্যাটাগরির ক্রিকেটারাদের পারফরমেন্সের ভিত্তিতে বর্ষসেরা ঘোষণা করা হলেও সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচনের ব্যাপারটি উন্মুক্ত করে দেয়া হয়েছে সাধারণ মানুষদের জন্য। মূলত এই ক্রিকেট প্রেমীদের ভোটেই নির্বাচিত হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার।
মুস্তাফিজকে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে দেখতে হলে প্রথমে এই লিংকটিhttp://www.espncricinfo.com/awards2015/content/site/awards2015/debut.htmlখুলতে হবে। লিঙ্কটি খুললেই দেখতে পাবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের তালিকা। শুরুতেই ডান দিকে দেখতে পাবেন মুস্তাফিজের ছবি। তবে মোবাইলে ক্রিকইনফো খুললে বাঁ-হাতি এই পেসারের ছবি আসবে দুই নাম্বারে। এরপর মুস্তাফিজের ছবিতে ক্লিক করলে সেটি লাল রঙ হয়ে যাবে। এরপর নীচে গেলে দেখতে পাবেন আপনার নাম এবং ই-মেইল আইডি চাওয়া হচ্ছে। এই দুটি লিখে ‘Vote Now’ – এ ক্লিক করলেই আপনার একটি ভোট যোগ হবে মুস্তাফিজের পক্ষে।