এম, আবদুল মন্নান, সংযুক্ত আরব আমিরাতঃ আঞ্জুমানে খোদ্দামূল মুসলেমীন ইউ.এ.ই কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন’১৬ আবুধাবীস্থ মরকজে আহলে সুন্নাতের হলরুমে গতকাল শুক্রবার( ১২ আগষ্ট) অনুষ্টিত হয়। সম্মেলেনটি বিদায়ী সভাপতি হাফেজ আবদুল আজিজের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত ও না’তে রাসূল (দরুদ) পাঠের মাধ্যমে সূচিত উক্ত প্রতিনিধি সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুহাম্মদ নূরূল আমিন, হাফেজ মুহাম্মদ আজম, মাওলানা মাহবুবুর রহমান হাবিবী, হাফেজ মাওলানা জালাল উদ্দীন, মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী, মুহাম্মদ ইকবাল, আলমগীর বাবু, মোহাম্মদ শফি সোহারাব হোসেন চৌধুরী, মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ আবুল হাশেম, আবু তাহের, মাওলানা নূরূল আমিন ও মোহাম্মদ হারুন প্রমূখ।
বক্তারা বলেন, ইসলামের প্রকৃত রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্ব-ব্যাপী প্রচার-প্রচার এবং দেশ ও প্রবাসের আর্ত-মানবতার সেবার উদ্দেশ্যে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন গঠন করা হয়েছে। আল্লাহ-রাসূলের (দরুদ) সন্তুষ্টি অর্জন করাই আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীনের লক্ষ্য। এই লক্ষ্য পানে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা-আদর্শের অনুসারীদের উক্ত সংগঠনে যোগ দিয়ে দীন, মাযহাব ও মিল্লাতের খিদমত করে যাচ্ছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। বক্তারা শহীদে মিল্লাত আল্লামা নূরূল ইসলাম ফারুকীর খুনীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূল শাস্তি দেওয়ার জন্য আহ্বান জানান।
এতে মিলাদ পাঠ করেন- মুহাম্মদ নূরূল আবছার তৈয়বী ও মুনাজাত পরিচালনা করেন- মুহাম্মদ তৈয়ব সিরাজী।
উক্ত প্রতিনিধি সম্মলেন মুহাম্মদ নূরূল আমিন সভাপতি, স ম হারুন সেক্রেটারি জেনারেল ও নাসির উদ্দীন সিকদারকে সাংগঠ নিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউ,এ,ই কেন্দ্রীয় পরিষদ ১৬-১৭ গঠন করা হয়।