স্টাফ রিপোর্টার। আজ ৩০ আগস্ট সাংবাদিক বদরুল আলম চৌধুরীর ছোট ভাই আদনান সানির ১০তম জন্মবার্ষিকী। ২০০৬ সালের এই দিনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতা মৃত ফারুক মিয়া চৌধুরী ও মাতা রাজিয়া বেগম চৌধুরীর সর্বকনিষ্ট সন্তান। মেধাবী ছাত্র আদনান সানি কসবা ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে সাফল্যের সাথে ১ম,২য়,৩য় ও ৪থ শ্রোণী প্রথম স্থান অধিকার করে পরিবারের স্থান ত্যাগের কারণে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় পঞ্চম শ্রোণীতে অধ্যায়ন করছে। তার মরহুম পিতার ইচ্ছা ছিল আদনান মানুষের মত মানুষ হয়ে সু-শিক্ষা অর্জন করে একজন দীনদার আলেম ও মহাগ্রন্থ আল-কোরআনের হাফেজ হওয়া। সেই থেকে আদনান মাদ্রাসায় পড়তে খুবই আগ্রহী সেই সাথে কোরআন হিফজ শিক্ষা চলিয়ে যাচ্ছে। আদনান ও তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থী তার জন্য দোয়ার বিশেষ অনুরোধ করা হয়েছে। সে যেন তার জীবনের সটিক লক্ষে পৌছাতে পারে। আদনানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার যুক্তরাজ্য প্রবাসী দাদা হাজ্বী কাছা মিয়া চৌধুরী ও দাদী হাজ্বী ফরজান বিবি চৌধুরীসহ সকল প্রবাসী আতœীয়সজন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অগ্রদৃষ্টি অনলাইন টিভি ও পত্রিকার প্রধান সম্পাদক আ হ জুবেদ,মাসিক নবীগঞ্জ দর্পণ প্রধান সম্পাদক এম গৌছুজ্জামান চৌধুরী,বিবিয়ানা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি গবেষক এম শহিদুজ্জামান চৌধুরী ও সমাজকর্মী জাহাঙ্গীর হোসাইন চৌধুরীসহ বিবিয়ানা সাহিত্য পরিষদের সকল সদস্যবৃন্দ।