অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল নক্ষত্র ১৭ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠের বিজয় মে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী আরিক সালমনের সভাপতিত্বে ১৭ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংগঠক সাবেক চিফ হুইপ আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি তনয় ও জেলা আওয়ামীলীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও মুক্তিযোদ্ধা সন্তান শতরূপা তালুকদার, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (প্রচার) আ. রইচ সেরনিয়াবাত, ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার প্রমুখ।