অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
প্রতিবন্ধিতা উন্নয়নে নানমূখী কর্মসূচী পরিচালনার ধারাবাহিকতায় দাতা সংস্থা মিজারিয়র জার্মানী-এর আর্থিক সহায়তায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) কর্তৃক বরিশাল জেলাধীন আগৈলঝাড়া উপজেলায় অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. বদিউল আলমের সভাপতিত্বে ৩ মাস ব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সেলাই প্রশিক্ষণ এবং সহায়ক উপকরণ ও ঔষধ বিতরণ করা হয়। বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তিগণ অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার গাজী তাকির সালমন প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা দেখে অভিভূত হন এবং সংস্থার এ ধরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রশিক্ষণ উদ্বোধন শেষে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ, ঔষধ ও নগদ অর্থ বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক বিশিস্ট ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন মোল্লা, সংস্থার নির্বাহী পরিষদের সহ-সভাপতি বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে স্থানীয় প্রশাসন ও ধণাঢ্য ব্যক্তিগণকে এগিয়ে আসার আহ্বাণ জানান।