অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জের ধরে পৃথক স্থানে দু’জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মিজান হাওলাদারের স্ত্রী সাবিনা বেগম (২৬) স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। একইদিনে উপজেলার বাহাদুপুর গ্রামে মনীন্দ্র হালদারের ছেলে রনজিৎ হালদার (২৪) পরিবারের সাথে ঝগড়া করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। মূমূর্ষ অবস্থায় দু’জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।