অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার বরিশালের আগৈলঝাড়ায় শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোক র্যালী শেষে উপজেলা সদরের শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ হলরুমে জেলা আওয়ামীলীগ নেতা আ. রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে দিবসের স্মৃতিচারণ করেন শহীদ আ. রব সেরনিয়াবাতের জ্যেষ্ঠপুত্র সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা সেরনিয়াবাত মঈন আবদুল্ল¬াহ, সেরনিয়াবাত আশিক আবদুলল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, উপজেলা কৃষকলীগ সভাপতি আ. রশিদ শিকদার, উপজেলা আওয়ামীলীগ সমন্বকারী আবু সালেহ লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি মো. সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, সাবেক ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি বরুণ বাড়ৈ প্রমুখ। পরে দোয়া ও মিলাদ শেষে কাঙ্গালীভোজ বিতরণ করা হয়। পরে সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি তার জ্যেষ্ঠপুত্র শহীদ সুকান্ত বাবু স্মরণে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ সুকান্ত বাবু ভবনের সামনে নির্মিত ম্যুরাল উদ্বোধন করেন। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে।