অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় প্রতি বছরের মত এবারও জমে উঠেছে ঈদের কেনাকাটা। মার্কেট ও ফুটপাতের দোকানে নতুন পোশাক, জুতা আর কসমেটিকসের দোকানে ক্রেতাদের ভিড় ক্রমশ: বেড়ে চলেছে। এসব দোকানে বিক্রি চলবে চাঁদ রাত পর্যন্ত। কাপড় ও রেডিমেন্ট গার্মেন্টস ব্যবসায়ীরা জানান, কৃষিভিত্তিক এলাকার অধিকাংশ লোক কৃষক হওয়ায় ধান বিক্রির টাকার উপর তাদের ঈদের বাজার নির্ভর করছে। এবছর মৌসুমের শুরু থেকেই ধানের দাম ভাল থাকায় কেনাকাটাও করছেন অনেক। পুরুষের পছন্দের তালিকায় রয়েছে দেশী-বিদেশী পাঞ্জাবী। বাজারে দেশী পোশাকের পাশাপাশি এবার মেয়েদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ভারতীয় থ্রী পিসের। তবে শাড়ির চাহিদাও রয়েছে ব্যাপক। মেয়েদের নজরে রয়েছে ভারতীয় স্টার জলসা-জি বাংলার বেশ কিছু সিরিয়ালের অনুকরণে পোশাক। তবে অন্য বছরের তুলনা এবছর পোশাকের দাম একটু বেশী বলে ক্রেতারা অভিযোগ করছেন। উপজেলা সদর বন্দর, গৈলা বাজার, পয়সারহাট বন্দর, রাজিহার বাজার, বাশাইল বাজার, মাগুরা বাজার, ভালুকশী বাজার, ছয়গ্রাম বন্দর, সাহেবেরহাটসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। ঈদের আগের রাত পর্যন্ত পর্যায়ক্রমে বিক্রি আরও বাড়বে বলেও জানান ব্যবসায়ীরা। জামা-কাপড়ের পাশাপাশি কসমেটিকস, জুতার দোকানেও ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে দোকানে সাজানো হয়েছে বাহারী রং-বেরংয়ের পোশাক। এসব মার্কেটগুলোতে পুরুষের চেয়ে নারী ক্রেতাদের ভিড় ছিল সবচেয়ে বেশী। উপজেলার সর্বত্র চাল ও মসলার বাজারের বিক্রিও জমে উঠতে শুরু করেছে।