অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় রহস্যজনকভাবে ছয়দিন যাবৎ মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মার্কাস মাদ্রাসায় হেফজ বিভাগে দু’বছর যাবৎ পড়াশুনা করত বাকাল গ্রামের খোরশেদ বেপারীর ছেলে নেয়ামতুল্লাহ বেপারী (১৬)। ১০দিন মাদ্রাসা ছুটি শেষে গত ২৭ নভেম্বর বাড়ি থেকে নেয়ামতুল্লাহ মাদ্রাসায় আসে। গত ৩০ নভেম্বর জোহরের নামাজ শেষে সে রহস্যজনকভাবে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় নেয়ামতুল্লাহর বাবা খোরশেদ বেপারী বাদী হয়ে রোববার আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরী করেন, নং- ১৩৯ (৩.১২.১৬)।