অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে স্কুল, গীর্জাসহ ১৫ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরের উৎপাতে সাধারণ জনগণের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাতে উপজেলার অশোকসেন গ্রামে শিক্ষক পরিমল সমদ্দারের ঘরসহ ২টি ঘরে চুরি সংঘটিত হয়েছে। ১৫ এপ্রিল রাতে বাগধা ইউনিয়নে জোবারপাড় বাজারে বাবুল হালদার, সুশান্ত বাইন, ক্ষীতিশ বৈরাগীর মুদি দোকান, পাপন সেনের ফ্লেক্সিলোড ও একই রাতে জোবারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষের তালা ভেঙ্গে চোরের দল কাগজপত্র তছনছ করে প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ১৬ এপ্রিল রাতে রাজিহার ইউনিয়নের রাজিহার প্রাইভেট হাসপাতালের সামনের একটি দোকান, বাকাল ইউনিয়নের কদমবাড়ী গ্রামে একটি গীর্জায় ও কদমবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করে আলমিরার টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। এছাড়াও উপজেলা সদর বাজার ও গৈলাসহ কয়েকটি স্থানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল স্কুল, গীর্জা, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর থেকে মূল্যবান মালামাল নিয়ে যায়। বর্তমানে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ লোকজনের মধ্যে চরম আতঙ্ক আর উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, চুরির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।