অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের উত্তর সাজুরিয়া (চৌদ্দমেধা) গ্রাম থেকে চেঙ্গুটিয়া বাজার পর্যন্ত যাতায়াতের অবলম্বন একমাত্র কাঁচা সড়কটি রয়েছে দীর্ঘদিন ধরে অবহেলিত। কোন উন্নয়নের মুখ দেখেনি অবহেলায় পরে থাকা এ সড়কটি। স্থানীয়রা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও রাস্তাটির কোন উন্নয়ন বা সংস্কার হয়নি। অথচ একমাত্র এই সড়কটি দিয়ে পানি-কাদা ডিঙিয়ে সংখ্যালঘু অধ্যুষিত উত্তর সাজুরিয়া (চৌদ্দমেধা) গ্রামটির ৫ শতাধিক জনসাধারণ স্কুল-কলেজসহ জীবিকার সন্ধানে বিভিন্ন পেশাগত কাজে প্রতিদিন বিভিন্নস্থানে যাতায়াত করেন। গত কয়েকদিন ধরে অব্যাহত বর্ষণে চৌদ্দমেধা কালীমন্দিরের সামনের মাঠ ও রাস্তা তলিয়ে যাওয়ায় ওই গ্রামের ৫ শতাধিক লোক এখন পানিবন্দী হয়ে পরেছে। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন কাঁচামাটির সড়কটি বছরের অধিকাংশ সময় বিশেষ করে বর্ষা মৌসুমে পানিতে নিমজ্জিত হয়ে পরে।
ওই গ্রামের বাসিন্দা কালকিনির ডাসার শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দীনেশ চন্দ্র জয়ধর জানান, গ্রামটিতে কোন শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় পার্শ্ববর্তী গ্রামের প্রাথমিক-মাধ্যমিক ও কলেজে পড়াশুনা করতে যেতে হয়। বর্তমানে পানি-কাদায় সড়কটির বেহাল দশার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছেনা। ফলে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে খেটে খাওয়া সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। ফলে ওই গ্রামের মানুষদের অতিকষ্টে জীবনযাপন করতে হচ্ছে। বয়োবৃদ্ধ ও শিশু এবং গবাদি পশু-হাঁস-মুরগি নিয়ে পানিবদ্ধতায় মানুষ খুবই শঙ্কার মধ্যে রয়েছে তারা। স্থানীয় ইউপি সদস্য শামীম তালুকদার বলেন, অতিবর্ষণে রাস্তাটি তলিয়ে যাওয়ায় চলাচলে বিঘœ ঘটায় জনসাধারণ অসীম দূর্ভোগ নিয়ে মানবেতর জীবনযাপন করছে। পানিবদ্ধতা থেকে মুক্তির জন্য সড়কটি সংস্কার পূর্বক উন্নয়নের জন্য প্রকৌশল অধিদপ্তরে জানানো হয়েছে। শীঘ্রই তারা টেন্ডারের প্রক্রিয়া গ্রহণ করবে।