নিজস্ব প্রতিনিধিঃ- ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যায় দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে বিষয়টি জানা গেছে।
আওয়ামী লীগের ২০তম কাউন্সিল এটা।
বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা, প্রেসিডিয়াম, সম্পাদকমণ্ডলী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সংখ্যা ৭৩ জন। এবারের কাউন্সিলে এ সংখ্যা বাড়তে পারে।