ক্রীড়া প্রতিবেধকঃ- গত বছরের জুনে গ্রায়েম স্মিথের উত্তরসূরি হিসেবে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন হাশিম আমলা। বছর না পেরোতেই সেই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি।ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই আমলা জানিয়ে দিলেন টেস্ট দলের অধিনায়ক হিসেবে আর থাকছেন না। ভারতের বিপক্ষে টেস্টে হার পাশাপাশি ইংল্যান্ডের সাথে ঘরের মাটিতে এখনো কোন টেস্টে সুবিধা করতে না পারার দরুন এমন সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য তার এই সিদ্ধান্ত।
এ প্রসঙ্গে আমলা বললেন, ‘এমন সিদ্ধান্ত নেওয়াটা খুব বেশি সহজ ছিলো না আমার জন্য। কিন্তু আমি মনে করি আমার ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত।’
তবে আমলা অধিনায়কত্ব উপভোগ করেছেন বলেও জানালেন। ‘বোর্ডকে ধন্যবাদ, আমাকে টেস্ট অধিনায়ক করার জন্য এবং এই সম্মানটুকু দেওয়ার জন্য। এটা ছিলো খুব উপভোগ্য এবং শিক্ষণীয়।
এদিকে দক্ষিণ আফ্রিকা বোর্ড প্রধান হারুন লরগাত আমলার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বললেন, ‘আমরা আমলার সিদ্ধান্তকে সম্মান জানাই।’
আমলার পরিবর্তে সিরিজের বাকি সময়টুকু দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টের জন্য অধিনায়ক হিসেবে থাকছেন তিনি।
হঠাত করেই টেস্ট দলের দায়িত্ব পেয়ে ভিলিয়ার্স বলেন, ‘আমি আগেই বলেছিলাম দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব অনেক সম্মানের একটা ব্যাপার। এই মুহূর্তে আমার মুল লক্ষ্য থাকবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার।’
হাশিম আমলা প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন, আমলা আমার খবুওই ভালো বন্ধু এবং ঘনিষ্ঠ সহকর্মী। তার সহযোগিতার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।’