জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ায় বেড়েছে সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। সপ্তাহ ব্যবধানে খুচরা বাজারে প্রায় প্রতিটি সবজির দাম দ্বিগুণ হয়েছে। অকাল অতিরিক্ত বর্ষনের ফলেই সবজির বাজারের এই পরিস্থিতি বলে জানান বিক্রেতারা। বাজারে শাক-সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সম¯ —কিছুর যে অগ্নিমূল্যে নাভিশ্বাস উঠেছে তা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। রমজান আসার দুই সপ্তাহেরও আগে দ্রব্যমূল্যের এমন উর্ধ্বমূখী দামে জনসাধারণের মনে চরম অসন্তোষ বিরাজ করছে। তবে উপজেলা প্রশাসন থেকে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে জানানো হয়েছে।
চন্দ্রঘোনা এলাকার কৃষক রেজাউল করিম জানান, গত বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন ঋণ নিয়ে করা কৃষকের ফসলের মাঠে অকাল বর্ষণের পানি জমে গাছ মরে গেছে। এতে ক্ষতির মুখে পড়ছে কৃষকরা। তবে পাহাড় ও উচু এলাকায় আবাদকৃত সবজি ও দেশের বিভিন্ন এলাকা থেকে আমদানিকৃত সবজি দিয়েই চলছে রাঙ্গুনিয়ায় সবজির বাজার। আর এতেই দিনের পর দিন বেড়ে চলেছে সবজির দাম। ফলে রোজকার বাজারের হিসেব করতে গিয়ে মধ্যবিত্তেরই নাভিশ্বাস উঠছে, গরিব মানুষের দুরবস্থা সেখানে আর বলার নয়।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় সমস্ত সবজির দাম গত ১৫ দিনে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। সম্প্রতি অতি বৃষ্টির আগেও বেগুনের বাজারদর ছিল ২০-২৫ টাকা কেজি এখন সেটা ৫০-৬০ টাকা। পটল ছিল ২০ টাকা, এখন সেটা ৪০-৫০ টাকা। যা দ্বিগুনের চেয়েও বেশি। ঢেঁড়শ ৩০ টাকা থেকে বেড়ে এখন ৬০ টাকা কেজি। কুমড়ো ২০ টাকা কেজি থেকে হয়েছে ৩০ টাকা কেজি। ১০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচামরিচ ২০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০ টাকা। ৪০ টাকায় বিক্রি হওয়া ঝিঙে ও পটল ৫০ টাকায় এবং কেজিতে দশ টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
রোয়াজারহাটের সবজির খুচরা বিক্রেতা মো. ইমাম বলেন, সবজির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। বৃষ্টিতে সবজি ক্ষেতের যে ক্ষতি, সেটা কাটিয়ে উঠতে মাসখানেক সময় লাগবে। তবে সরবরাহ বাড়লে দাম কমে যাবে বলে তিনি জানান।
রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার জানান, বৃষ্টিতে ক্ষতি হওয়া সবজি ক্ষেতে ফসল রক্ষায় কৃষি অফিস থেকে সহযোগিতা প্রদান করা হচ্ছে। এছাড়াও কৃষক পর্যায়ে প্রয়োজনীয় প্রণোদনাও দেওয়া হচ্ছে।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, আসছে রমজান মাসকে সামনে রেখে বাজারে দাম নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করা হচ্ছে। এছাড়াও বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে কেউ দাম বৃদ্ধির চেষ্ঠা করলে তার বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ছবির ক্যাপশন – রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচু বাগান বাজারে একটি সবজি দোকানে ব্যস্ত বিক্রেতা